ই-কমার্স পরিষেবা

ই-কমার্স সাইটে চলছে বিশেষ উদযাপন
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ০০:৩১ | আপডেট: ০৭ মে ২০২৫ | ২০:৪৮
ই-কমার্স সাইটে সারাদেশে ক্রেতার সংখ্যা ক্রমে বাড়ছে। অর্থ, সময় আর ভোগান্তি থেকে রেহাই পেতে কেনাকাটায় ই-কমার্স দারুণ সমাধান। বাংলাদেশে সব ধরনের পণ্য, খাবার এমনকি ওষুধ কেনায় অনেকেই এখন ই-কমার্স পরিষেবার ওপর নির্ভরশীল।
এমন কেনাকাটায় উৎসাহিত করতে সারাদেশে ৫.৫ বেস্ট প্রাইস, বেস্ট ডিলস প্রচারণা শুরু করেছে দারাজ। বিশেষ ঘোষণা উদযাপনে ৯ মে পর্যন্ত থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি ও ভাউচার ডিসকাউন্ট, যা গ্রাহককে সাশ্রয়ী ও বিশেষ ছাড়ে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দেবে বলে উদ্যোক্তারা জানায়।
বিশেষ প্রচারণায় প্রতিদিনই দারাজ অ্যাপে পাওয়া যাবে নতুন ফ্ল্যাশ সেল ডিল, যেখানে অংশ নিচ্ছে ডেটল, ওরাইমো, হায়ার, প্যারাস্যুট অ্যাডভান্সড ও নিওকেয়ারের মতো জনপ্রিয় সব ব্র্যান্ড। ফ্যাশন, ইলেকট্রনিকস, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য সব ধরনের পণ্য পাওয়া যাবে বিশেষ অফারে।
ফ্রি ডেলিভারি সুবিধা পেতে ন্যূনতম ৭৯৯ টাকা মূল্যের পণ্য অর্ডার করতে হবে। অ্যাপের ভাউচার সেন্টার থেকে ফ্রি ডেলিভারি ও অন্যসব ডিসকাউন্ট ভাউচার সংগ্রহ করে সাশ্রয়ী হওয়ার সুযোগ থাকবে। দারাজ কর্তৃপক্ষ জানায়, এমন প্রচারণা শুধু ছাড় বা অফারের মধ্যেই সীমাবদ্ধ নয়; মাঝেমধ্যে বিশেষ প্রচারণায় গ্রাহক নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা পেয়ে থাকেন।
ফ্যাশন, গ্যাজেট, বিউটি প্রোডাক্ট, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে প্রয়োজনীয় ক্যাটেগরির পণ্যে থাকছে অফার, যা গ্রাহকের প্রতিদিনের চাহিদা পূরণে সহায়ক হবে।