টিয়ার-৪ ক্লাউড সেবা এনেছে এক্সেনটেক

এক্সেনটেক ক্লাউডের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২০:৫৯
দেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে হোস্টকৃত টিয়ার-৪ ক্লাউড সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক । আজ মঙ্গলবার ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, এক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসাইন নোবেল, রবির হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব বলেন, ‘শুধু ডাটা নিয়ন্ত্রণের জন্য নয়, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মোচনের জন্যও স্থানীয় ক্লাউড অবকাঠামো জরুরি। সরকারের টায়ার-৩ এবং টায়ার-৪ ডাটাসেন্টার রয়েছে। তবে এর বড় অংশ সরকারি প্রতিষ্ঠানের ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয়। বেসরকারি খাতে এ উদ্যোগ ক্লাউডের বাজারকে প্রতিযোগিতামূলক এবং সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
আদিল হোসাইন নোবেল বলেন, এক্সেনটেক ক্লাউড দেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত এন্টারপ্রাইজ ক্লাউড। এটি সম্পূর্ণ দেশীয়ভাবে পরিচালিত। যশোরে এর টিয়ার-৪ মানের ডাটা সেন্টার আছে এবং নারায়ণগঞ্জের ভুলতায় অতিরিক্ত হোস্টিং সুবিধাও রয়েছে। দেশের অভ্যন্তরে পরিচালিত হওয়ায় এতে তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে বিদেশে হোস্টকৃত ক্লাউড প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হত। এর ফলে ডাটার নিয়ন্ত্রণ এবং খরচ নিয়ে উদ্বেগ ছিল। এক্সেনটেক গ্রাহকদের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেবে। ‘এক্সেনটেক ক্লাউড’ ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস, ই-কমার্স ও ম্যানুফ্যাকচারিং খাতের জন্য বিশেষভাবে উপযোগী। অনুষ্ঠানে রবির হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম বক্তব্য দেন।
- বিষয় :
- রবি
- ক্লাউড স্টোরেজ