৪০০ বছর পর সোমবার দেখা মিলবে 'বিরল' দৃশ্যের

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ | ০৯:২০
এক বিরল ইতিহাসের সাক্ষী হতে চলেছে বিশ্ব। প্রায় ৪০০ বছর পর ২১ ডিসেম্বর সৌরমণ্ডলের দুই গ্রহ বৃহস্পতি ও শনি পরষ্পরের খুব কাছে চলে আসবে। সোমবার সূর্যাস্তের ঠিক পর কোনো উপকরণের মাধ্যম ছাড়াই সাধারণ মানুষ এই দৃশ্য দেখতে পারবে।
মহাকাশ বিজ্ঞানীরা বলছে, সোমবার বৃহস্পতি ও শনির মধ্যে মাত্র ০.১ ডিগ্রি দূরত্ব থাকবে। আবহাওয়া অনুকূল হলে সূর্যাস্তের পর এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবে পৃথিবীবাসী। খবর জিনিউজের
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সৌরজগতের দুটি গ্রহ পরষ্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়। বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়। তবে এতটা কাছ দিয়ে নয়। ২১ ডিসেম্বর বছরের সব থেকে ছোট দিন।
ওয়ান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক প্রফেসর ডেভিড বেনট্রাও জানিয়েছেন, এমন ঘটনা একজন মানুষ তার জীবনকালে একবারই দেখার সুযোগ পান। ১৬২৩ সালের জুলাই মাসে শেষবার শনি ও বৃহস্পতি এতটা কাছাকাছি চলে এসেছিল। কিন্তু সেবার দুটি গ্রহ সূর্যের এতই কাছাকাছি ছিল যে তাদের খালি চোখে দেখা যায়নি।
এর আগে ১২২৬ সালের মার্চ মাসে একইভাবে বৃহস্পতি ও শনি পরষ্পরের খুব কাছে চলে এসেছিল। সেই ঘটনা পৃথিবী থেকে দেখা সম্ভব হতো। তার পর এই প্রথমবার এমন বিরল দৃশ্য পৃথিবী থেকে দেখা সম্ভব হবে।
- বিষয় :
- মহাকাশ বিজ্ঞানী
- বিরল দৃশ্য