ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

আসাদুজ্জামান চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩ | ০১:৪১ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ | ০১:৪৬

ফাইভ-জি সম্প্রসারণ প্রকল্পের দরপত্রে অনিয়মের অভিযোগে টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (প্রকৌশল) আসাদুজ্জামান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে দরপত্র বাতিলের বিধি বহির্ভূত সিদ্ধান্ত এবং অসৎ উদ্দেশ্যে কাজ করার অভিযোগ আনা হয়। 

এর আগে গত ২২ অক্টোবর আসাদুজ্জামানকে টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চলতি দায়িত্ব হতে সরিয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে তাকে বিটিসিএলের ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্প (৫জি সম্প্রসারণ) হতেও সরানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘টেন্ডার অফ সাপ্লাই ইন্সটলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব এএসওএন বেজড ডিডব্লিউডিএম ট্রান্সমিশন সিস্টেম অন টার্ন কি বেসিস’ শীর্ষক দরপত্রে সকল আবেদনকারীকে বাতিল করে পিপিআর-২০০৮-এর সময়সীমা ১৫ দিন না মেনে ৫৫ দিন পরে আবারও আহ্বানের সিদ্ধান্ত দেন আসাদুজ্জামান। বিষয়টি তার এখতিয়ার বহির্ভূত। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমন সিদ্ধান্ত বিধি বহির্ভূত এবং অসৎ উদ্দেশে করা হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে মনে হয়েছে। এমন আচরণ বিধি পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। এমন প্রেক্ষাপটে আসাদুজ্জামান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমডি (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন আসাদুজ্জামান। বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) আনোয়ার হোসেন বর্তমানে সংস্থাটির এমডি (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

×