ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃত্তি

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃত্তি

জাবেদ ইকবাল

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ০০:৪২

বিদেশে পড়ালেখার জন্য ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের কাছে পছন্দের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। নিজেদের দক্ষতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, বাড়তি অর্থ উপার্জনের জন্য অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরি করার সুযোগ পায়। সেখানকার চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তা অনেক ভালো। বৈষম্যহীন পরিবেশ ও মেধাভিত্তিক কাজের সুযোগ পাওয়া যায়। অস্ট্রেলিয়া উন্নত জীবন ও পড়াশোনার নিশ্চয়তা দেয়। 
সর্বশেষ টাইমস হায়ার এডুকেশন ও কিউএস র‍্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে শীর্ষ একশর মধ্যে রয়েছে। তবে জীবনযাত্রার মান অন্যান্য পশ্চিমা দেশের মতোই ব্যয়বহুল। 
বর্তমানে শিক্ষাবৃত্তি নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির একটি স্কলারশিপ হচ্ছে ‘এএনইউ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ’। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয় বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর ৩৬ হাজার ডলার করে দেওয়া হয় এ বৃত্তির প্রাইজমানি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাড়ে তিন বছর দেওয়া হবে এ বৃত্তি।
১৯৪৬ সালে যাত্রা শুরু অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত একটি জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয় এএনইউ।
সুযোগ-সুবিধাসমূহ

•    সম্পূর্ণ টিউশন ফি মিলবে।
•    শিক্ষার্থীদের বছরে ৩৬,৬৫২ ডলার প্রদান করবে।
•    মিলবে গবেষণা ভাতা।
•    স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নেওয়ার সুযোগ আছে এ বৃত্তি পেলে।
•    আবাসন সুবিধাও আছে।
•    মিলবে স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা।
আবেদনের যোগ্যতা–
•    যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
•    স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রিধারী এবং পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
•    একাডেমিক ফল ভালো হতে হবে।
•    বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
•    আইইএলটিএসে কমপক্ষে ৬ দশমিক ৫ প্রয়োজন।
আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৪।

বিস্তারিত–
https://study.anu.edu.au/scholarships/find-scholarship/australian-government-research-training-program-agrtp-stipend
 

আরও পড়ুন

×