ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে ১৮টি স্কুল পেল বিশেষ সুরক্ষা ব্যাংক

ফরিদপুরে ১৮টি স্কুল পেল বিশেষ সুরক্ষা ব্যাংক

নন্দিতা সুরক্ষা নামের একটি সামাজিক সংগঠন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষা ব্যাংক হস্তান্তর করা হয় - সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ১০:৫২ | আপডেট: ১৬ মার্চ ২০২২ | ১০:৫২

ফরিদপুরের ১৮টি বিদ্যালয়ে মেয়েদের ঋতুস্রাবের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর সুরক্ষা ব্যাংক বিতরণ করা হয়েছে।

'সুরক্ষিত থাকুক সকল রঙিন প্রজাপতি' স্লোগানকে সামনে রেখে নন্দিতা সুরক্ষা নামের একটি সামাজিক সংগঠন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসব সুরক্ষা ব্যাংক হস্তান্তর করে।

নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সচেতন নাগরিক কমিটি-সনাক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অধ্যাপক রেজভী জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, উন্নয়ন সংস্থা বিএফএফের নির্বাহী পরিচালক ফজলুল হাদী সাব্বির প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, নন্দিতা সুরক্ষার একটি জরিপে ৪০ শতাংশ ছাত্রী জানিয়েছিল, ঋতুস্রাবের কারণে প্রতি মাসে গড়ে তারা তিন দিন স্কুলে যেতে পারে না। ন্যাপকিনের সুব্যবস্থার অভাব এবং পরিচ্ছন্ন টয়লেটের অভাবেও হেনস্তা হতে হয়। এতে তারা শিক্ষাক্ষেত্রে যেমন পিছিয়ে পড়ছে, তাদের কর্মদক্ষতাও হ্রাস পাচ্ছে। এরপর ২০১৯ সালে সুরক্ষা ব্যাংকের এ চিন্তা নিয়ে কাজ শুরু করে নন্দিতা সুরক্ষা।

নন্দিতা সুরক্ষা নামের সংগঠনটি পরিচালিত হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনারের অর্থায়নে এবং ফরিদপুর জেলা প্রশাসকের সহযোগিতায়।

আরও পড়ুন

×