ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ০৫:১৪ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ০৫:৫১

ফরিদপুরের চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইলিয়াস বেগ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠেয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রাপা, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মহসিন বেগ, গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বেগ, শিল্পপতি মো. শামসুল হক বেগ, মো. জাফর বেগ প্রমুখ।

এ সময় চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মহসিন বেগ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীর বেতন এবং প্রত্যেক শ্রেণির ৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর বেতনসহ অন্যান্য খরচ বহনের ঘোষণা দেন।

পুরস্কার বিতরণ শেষে শিক্ষর্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

×