মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ০৭:৪৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ০৭:৪৪
গাজীপুরে দুই বন্ধুকে আটক করে মামলার ভয় দেখিয়ে ১২ হাজার ৮০ টাকা আদায়ের অভিযোগে এক এএসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করেছে মহানগর পুলিশ। গাজীপুর মহানগরের বাসন থানায় কর্মরত এএসআই শাহাদাত হোসেন, কনস্টেবল মো. মিন্টু ও মো. নোমানকে শনিবার দুপুরে প্রত্যাহার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান।
জানা যায়, কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের নস্করচালা গ্রামের দুই বন্ধু মনির হোসেন ও আলফাজ হোসেন বৃহস্পাতিবার রাতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ফ্লাইওভার এলাকায় ওই ৩ পুলিশ সদস্য তাদের গতিরোধ করেন। অভিযোগ উঠে ওই ৩ পুলিশ সদস্য তাদের মামলার ভয় দেখিয়ে ১২ হাজার ৮শ টাকা আদায় করেন। বিয়ষটি জানাজানি হওয়ার পর শনিবার দুপুরে ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।