ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

রামুর রাবার বাগান এলাকা থেকে নিহত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ১০:২৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ১০:২৮

কক্সবাজারের রামুতে চালককে হাত-মুখ বেঁধে হত্যা করে ইজিবাইক (টমটম গাড়ি) ছিনতাই করা হয়েছে। বুধবার সকালে রামুর রাবার বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইজিবাইক চালকের নাম জাফর আলম (৪০)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদারপাড়া এলাকার মৃত আবদুল গনির ছেলে।

পুলিশের ধারণা, ভোরে বা মধ্যরাতে জাফরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার পর রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লাশ ফেলে রাখা হয়। লাশের বুকের ডান পাশে, পেটে ও হাতের ডান পাশে ছুরির ছয়-সাতটি আঘাত রয়েছে। হাত ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ দল ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশে চালককে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিহত জাফর আলমের ভাতিজা জায়তুন নুর জানান, জাফর কিস্তিতে নেওয়া ইজিবাইকটি চালিয়ে সংসার চালাতেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়ল।

এদিকে এ ঘটনার এক মাস আগে রামুর খুনিয়াপালংয়ে এক কিশোর চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে সংঘবদ্ধ চক্র।

আরও পড়ুন

×