ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিমুলিয়ায় জ্যৈষ্ঠের কুয়াশায় দুই ঘণ্টা ফেরি বন্ধ

শিমুলিয়ায় জ্যৈষ্ঠের কুয়াশায় দুই ঘণ্টা ফেরি বন্ধ

শিমুলিয়ায় জ্যৈষ্ঠ মাসে কুয়াশা/ ছবি- সমকাল

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২২ মে ২০২২ | ২২:২২ | আপডেট: ২২ মে ২০২২ | ২২:৫৭

জ্যৈষ্ঠ মাসেও কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি বন্ধ থাকল শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে। আজ সোমবার সকাল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় চারটি ফেরিতে ওঠা গাড়িগুলো শিমুলিয়া ঘাটে অবস্থান করছিল কুয়াশা কাটার অপেক্ষায়। শেষে কুয়াশা কেটে গেলে সকাল ৭টায় সবগুলো ফেরি ঘাট ছেড়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম


তিনি জানান, এ সময় কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকা অস্বাভাবিক। গত কয়েক বছরে এ সময় এরকম ঘটনা ঘটেছে বলে তিনি মনে করতে পারেননি। 

আরও পড়ুন

×