টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৪:৩৯ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৪:৩৯
টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। রায়ে অপরাধ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলো- গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ হৃদয় (২৩) এবং মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছেন মেহেদী হাসান টিটু (২৮)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের এক স্কুলছাত্রীর সাথে মোবাইলফোনের মাধ্যমে কৃষ্ণ চন্দ্র দাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১ টার দিকে নানীর বাড়িতে যাওয়ার কথা বলে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বের হয়। পরদিন টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কে বীরভরুয়া নামক স্থান থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই বছরের ৬ আগস্ট নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর টাঙ্গাইল পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলাটির দায়িত্ব নেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মিজানুরকে আটক করে পিবিয়াই। তার দেওয়া তথ্যর ভিত্তিতে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ঘাতক প্রেমিকসহ আরো তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁশুলী (পিপি) আলী আহমদ বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় আসামিদের বিরুদ্ধে তাদের অপরাধ প্রমাণ করেছে। এ কারণে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস প্রদান করেছেন আদালত।