বখাটের হাত থেকে বাঁচতে কলেজছাত্রীর আত্মহত্যা!

অভিযুক্ত তানভীর আহমেদ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২২ | ১১:০৭ | আপডেট: ১৬ জুন ২০২২ | ২২:৪০
পিরোজপুরের ইন্দুরকানীতে বখাটের হাত থেকে বাঁচতে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার এক পর্যায়ে শার্মিলা আকতার মীমকে তুলে নেওয়ার হুমকি দিলে বৃহস্পতিবার সে সল্ফ্ভ্রম বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নেয় বলে তার বাবা শাহাদৎ হোসেন রানা অভিযোগ করেছেন। উপজেলার পত্তাশী গ্রামের এই ঘটনার পর গা-ঢাকা দিয়েছে স্থানীয় বখাটে তানভীর আহমেদ ও তার পরিবারের লোকজন।
নিহতের প্রতিবেশী ও বন্ধবীরা জানায়, মীমের বাবা রানা ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। পত্তাশী গ্রামে ওই কলেজছাত্রী মা ও ছোট ভাইসহ থাকে। সে পত্তাশী জনকল্যাণ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল, পাশাপাশি উপজেলা সদরে একটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছিল। কলেজ ও সেই প্রশিক্ষণ কেন্দ্রে আসা-যাওয়ার পথে একা পেলেই তাকে বিরক্ত করত বখাটে তানভীর ও তার সহযোগীরা। তারা রাস্তায় দাঁড় করিয়ে কথা বলতে চাইত, প্র্রেমের প্রস্তাব দিত। বিষয়টি মীম তার বাবা-মাকে জানায়। মেয়ের নিরাপত্তায় ঢাকা থেকে গ্রামে যেতে বাধ্য হন রানা। গত সপ্তাহে তিনি নিজেই যখন মেয়েকে আনা-নেওয়া করছিলেন, তখনও উত্যক্ত করা বন্ধ করেনি ওই বখাটেরা। তারা বলতে থাকে- 'বডিগার্ড নিয়ে কয়দিন চলবা।' এভাবে মীমকে প্রেমে রাজি করাতে না পেরে সরাসরি তুলে নেওয়ার ও বাড়িতে হামলার হুমকি দেয় তানভীর। রিচার্জের দোকান থেকে ফোন নম্বর সংগ্রহ করে বুধবারও ফোনে হুমকি দেওয়া হয়।
বাড়িতে মীমের মা না থাকায় বিষয়টি তার নানিকে জানায়। তাঁরা সমাধানে ব্যর্থ হন। রাতে ফের হুমকি দিলে উপায়ান্তর না দেখে গতকাল সকালে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বাবা রানা বলেন, স্থানীয় নজরুল ইসলাম মাস্টারের ছেলে তানভীর মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকার অনেক মেয়ে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার পরপরই এলাকা ছাড়ে অভিযুক্ত তানভীর। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে তার বাবা নজরুল অজ্ঞাত স্থান থেকে বলেন, আমি অসহায় হয়ে পড়েছি। আমার ছেলেকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সে এর সঙ্গে জড়িত নয়। সদর থানার ওসি আজম মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইন্দুরকানীর ওসি মো. এনামুল হক বলেন, কলেজছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্ত বখাটে তানভীর ও তার সহযোগীরা পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
- বিষয় :
- পিরোজপুর
- কলেজছাত্রীর আত্মহত্যা