সিলেট বিএনপির সংবাদ সম্মেলন
হাওরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির পাঁয়তারা সরকারের

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী - সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২২ | ১১:৩১ | আপডেট: ২২ জুন ২০২২ | ১১:৩১
হাওরাঞ্চলে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস রাস্তা নির্মাণে সরকারের পরিকল্পনা 'মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির পাঁয়তারা' বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির নেতারা।
বুধবার সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, সিলেটের বন্যার প্রকৃত তথ্য প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে পৌঁছানো হচ্ছে না। বন্যায় ক্ষয়ক্ষতির যে হিসাব সরকারিভাবে দেওয়া হয়েছে, বাস্তবতা তার চেয়ে আরও ভয়াবহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও বন্যা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সিলেটের নিম্নাঞ্চলসহ হাওরাঞ্চলে আর উঁচু রাস্তা নির্মাণ করা হবে না। এখানে ফ্লাইওভার ও এলিভেটেট এপপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এটিও আসলে একটি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির পাঁয়তারা। তাদের অভিযোগ, পদ্মা সেতু তৈরিতে বারবার ব্যয় বাড়িয়ে আওয়ামী লীগ নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এখন সিলেটকে বিক্রি করে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের পাঁয়তারা করছেন।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ মকসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগরের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান প্রমুখ।
বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় আওয়ামী লীগের এক নেতা সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন- সাংবাদিকরা বন্যার যে ভয়াবহতা প্রচার করেছেন, সিলেটে নাকি তার কিছুই হয়নি। নেতারা বলেন, জনবিচ্ছিন্ন হয়ে তাঁরা (আওয়ামী লীগ নেতারা) এখন সাংবাদিকদের ওপরও ক্ষেপেছেন। কারণ, সাংবাদিকরা সিলেটের প্রকৃত অবস্থা গণমাধ্যমে তুলে ধরেছেন। নেতারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয়- দেশের একটি বৃহত্তর অঞ্চল যখন পানির নিচে তলিয়ে আছে, বানভাসি মানুষ খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না; তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের এনে অনুষ্ঠানের নামে পানিবন্দি মানুষের সঙ্গে উপহাস করছে।
- বিষয় :
- মেগা প্রকল্প
- সিলেট জেলা বিএনপি