ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

সমকাল প্রতিবেদক ও ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২২ | ১০:১৬ | আপডেট: ০১ জুলাই ২০২২ | ১০:১৬

উৎসব ও আনন্দমুখর পরিবেশে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজপথে রথের ঐতিহ্যবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথের মেলা, ধর্মীয় আলোচনা সভা, প্রার্থনা, পদাবলি কীর্তন, ভাগবতকথা, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক, বৈদিক নৃত্য, কুইজ প্রতিযোগিতা এবং প্রসাদ বিতরণের কর্মসূচিতে সর্বত্র সূচনা হয়েছিল উৎসবমুখর পরিবেশের। প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকার উদ্যোগে স্বামীবাগ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আবহমান কাল থেকেই অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। কোনো অশুভ শক্তি এই সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উদ্বোধন শেষে ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে রথ শোভাযাত্রা বের হয়। হাজার হাজার ভক্ত কীর্তনের সঙ্গে নেচে-গেয়ে শোভাযাত্রায় শামিল হন। তাঁরা চিনি ও কলা ছিটিয়ে রথকে বরণ করেন। রাজধানী সুপার মার্কেট, টিকাটুলী, ইত্তেফাক মোড়, মতিঝিল শাপলা চত্বর, বায়তুল মোকাররম, পুরানা পল্টন, গুলিস্তান, রমনা কালীমন্দির, টিএসসি মোড়, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। আগামী ৯ জুলাই সেখান থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে ইসকনের স্বামীবাগ আশ্রম মন্দিরে গিয়ে শেষ হবে।

ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব শুরু : ঢাকার ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি সারথির হাতে প্রতীকী রশি প্রদান করেন। এরপর ভক্তরা প্রতিমাসহ ৪২ ফুট উচ্চতার তিন তলাবিশিষ্ট রথটি পাটের রশি ধরে টেনে শ্রীশ্রী যশোমাধবকে তাঁর কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান।

ধামরাই যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী, রাশিয়ান নাগরিক মিসেস বোলগারা, স্থানীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত ঢাকা জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পী, ধামরাই পৌর মেয়র গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, রথ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজীব প্রসাদ সাহা।

আরও পড়ুন

×