ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সেই রিকশাচালককে পুরস্কৃত করল সিএমপি

সেই রিকশাচালককে পুরস্কৃত করল সিএমপি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ০৬:২০ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ০৬:২০

গণধর্ষণের ঘটনা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া রিকশাচালককে পুরস্কৃত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি)। বুধবার নগরের দামপাড়া নিজ কার্যালয়ে ডেকে এনে রিকশাচালক আবদুল হান্নানের হাতে চেক তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

এ সময় নগর পুলিশের উপকমিশনার (সদর) আমির জাফর ও উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। পুরস্কৃত হওয়া আবদুল হান্নান কুমিল্লা জেলার চান্দিনার বাসিন্দা। তিনি নগরের শেরশাহ এলাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

রিকশাচালক আবদুল হান্নানের হাতে পুরস্কার তুলে দিয়ে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘অপরাধ সংগঠিত হতে দেখে একজন রিকশাচালকের ফোন পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পেরেছে পুলিশ। এটি একটি দৃষ্টান্ত। নগরের প্রতিটি বাসিন্দা যদি তার মতো সচেতন হয় তাহলে অপরাধ অনেক কমে আসবে। অপরাধ দমনে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

গত রোববার  রাতে নগরের জিইসি মোড়ের অদূরে বাটাগলির সামনে রিকশা থেকে নামিয়ে এক তরুণীকে গণধর্ষণ করে ছয় যুবক। রিকশা থেকে টানাহেঁচড়া করে তরুণীকে নামাতে দেখে ৯৯৯-এ ফোন দেন অদূরে রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আবদুল হান্নান। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার ও ওই তরুণীকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রিকশাচালক আবদুল হান্নান সমকালকে বলেন, ‘পুরস্কারের জন্য ফোন করিনি। একজন নারীর ইজ্জত বাঁচাতে ফোন করেছিলাম। এর আগেও নগরের জেল রোড এলাকায় এভাবে ৯৯৯- এ ফোন করে আরেক নারীকে বাঁচিয়েছিলাম। তখনও এক বখাটে এক নারীর পেছনে ঘুরঘুর করছিল। তাকে দেখে সন্দেহ হওয়ায় অনুসরণ করি। একপর্যায়ে ওই নারীকে তুলে নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ এসে ওই তরুণকে গ্রেপ্তার করে।’

হান্নানের এক বন্ধু বিপদে পড়লে ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশের সহায়তা নেন। তা দেখে তার কাছ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর বিষয়টি জানতে পারেন বলে জানান তিনি।

আরও পড়ুন

×