বিমানবন্দরে যাত্রীর কাছে ছিল ১২ স্বর্ণবার

ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ০৬:৩৬ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ০৬:৩৬
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মুহাম্মদ মিজান উদ্দিন। শুক্রবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তিনি শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। উদ্ধার স্বর্ণবারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম।
আটক যাত্রী মিজানের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ বারসহ যাত্রী মিজানকে আটক করেন। পরে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করেন। এ নিয়ে থানায় মামলা হওয়ার তথ্য জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি কবি হোসেন।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান থেকে নেমে বিমান বন্দরের ওয়াশরুমে যান মিজানুর রহমান। এ সময় গোয়েন্দারা তাকে অনুসরণ করেন। এক পর্যায়ে ওয়াশরুমে গিয়ে তার দেহ তল্লাশিকালে স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণবারের মূল্য আনুমানিক ৯০ লাখ টাকা।