আওয়ামী লীগকে নিলামে তুললেও কেউ কিনবে না: গয়েশ্বর

কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ০৭:৩৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ | ০৭:৩৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে সবকিছুর দাম বাড়ছে। কেবল আওয়ামী লীগের দাম বাড়ছে না। আওয়ামী লীগের দাম প্রতিদিনই কমছে। ওরা শূন্যের কোটায় আছে। আওয়ামী লীগকে নিলামে তুলেও কোনো দাম পাওয়া যাবে না। ওদেরকে কেনার কোনো লোক নেই।
বৃহস্পতিবার কিশোরগঞ্জে বন্যাদুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যে লড়াই করছি, সেটি ক্ষমতার যাওয়ার জন্য নয়। এটি মানুষের অধিকার, মুক্তি, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লড়াই। সেই নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশে টাকা-পয়সা নেই। ১০ লাখ কোটি টাকার ওপর লুটের টাকা বিদেশে পাচার হয়েছে। এসব টাকার উৎস হচ্ছে, চোখ ধাঁধাঁনো মেগা প্রকল্পের বিজ্ঞাপন। ১০ হাজার কোটি টাকার প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়। চার হাজার কোটি টাকা লুটপাট আর বাকিটা কন্ট্রাক্টর-ডিপার্টমেন্ট ভাগাভাগি হয়। এমনিভাবে আজকে পদ্মা সেতু, স্বাস্থ্যখাত, বিদ্যুৎ খাত থেকে যে টাকাটা লুটপাট করেছে, সেই টাকার পরিমাণ ১০ লাখ কোটি টাকা, যেটা বিদেশে পাচার হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় যোগ করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাড়ে ৬০০ কোটি টাকা উধাও হয়ে গেল। আজও সেই টাকার হদিস পাওয়া যাচ্ছে না। আজকে ব্যাংকে টাকা নাই, যারা ব্যবসা করে তারা এলসি খুলতে পারছেন না।
এদিন কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাঠের বাজার এলাকায় লিটল বার্ড কিন্ডারগার্টেন স্কুল মাঠে বিএনপি দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১২০০ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।