ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কালিয়াকৈরে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কালিয়াকৈরে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ০৯:৪৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ | ১০:১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শানু হোসেন (৩৬) নামে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে উত্তর গজারিয়া গ্রামের বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী রফিক হোসেন (৩৮) পলাতক।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহতের মেয়ে নাজনিন জাহান কথা বাদী হয়ে বাবা রফিকুল ইসলামকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

নিহত শানু উত্তরা থেকে প্রকাশিত ‌‌'দৈনিক আলোকিত সকাল' -এ কর্মরত ছিলেন। তার স্বামী রফিক হোসেন টাঙ্গাইলের মির্জাপুর থানার ডৌহাতলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ঢাকার দক্ষিণ খানের প্রয়াত আবুল কালামের প্রথম স্ত্রী শানু হোসেন। গত দুই মাস ধরে তিনি কালিয়াকৈরের উত্তর গজারিয়া এলাকার মোস্তফা খানের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে দ্বিতীয় স্বামী রফিকের সঙ্গে বসবাস করতেন। রফিক হোসেন স্থানীয় জিএমএস নামে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। শানু দ্বিতীয় স্বামীর সঙ্গে বসবাস করলেও ঢাকার প্রথম স্বামীর বাসায় যাতায়াত করতেন।

গত ১৩ আগস্ট শানু ঢাকা থেকে কালিয়াকৈরে ফেরেন। পরে বুধবার দিনের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। এরপর থেকেই দ্বিতীয় স্বামী রফিক হোসেন পলাতক রয়েছেন। রাতেই প্রতিবেশীরা শানু হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের মেয়ে নাজনিন জাহান কথাকে ফোন করে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহত শানু হোসেনের মেয়ে নাজনিন জাহান কথা বাদী হয়ে একটি মামলা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকবর আলী খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী রফিক তাকে হত্যার পর পালিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×