চট্টগ্রামে পদ্মা ব্যাংকের এমডিসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৮:০৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৮:০৭
চট্টগ্রামে ঋণ জালিয়াতি করে ১০ কোটি টাকা আত্মসাতের দুর্নীতি মামলায় পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. এনামুল হক। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলন করে ওই দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়।