বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৩:০২
কিনেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া বাজার-সংলগ্ন স্থানে বালচ নদীর ওপর দুই ইউনিয়নের মানুষের ভরসা বাঁশের সাঁকো। এতে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন মানুষ।
জানা গেছে, কাকৈরগড়া ও বাকলজোড়া ইউনিয়নের গোদারিয়া, নাগপুর, গোপালপুর, বিলাশপুর, গোপীনাথপুর, সাংসা, গুজিরকোনা গ্রামসহ প্রায় ১৫টি গ্রামের মানুষ সাঁকোটি দিয়ে চলাচল করেন। সাঁকো দিয়ে কোনো রকমে হেঁটে পারাপার হলেও যান চলাচল করতে পারছে না। স্থানীয়দের উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারজাতকরণে দুর্ভোগ পোহাতে হয় এলাকার বাসিন্দাদের।
স্থানীয়রা জানান, এ এলাকায় সেতু না হওয়ায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে এ অঞ্চলের মানুষ। নদীর দু'পাড়ে রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করতে হয়।
সরেজমিনে দেখা যায়, ড্রামের ওপর বাঁশ বিছিয়ে সাঁকোটি তৈরি করা হয়েছে। এটি পানির ওপর ভাসছে। সাঁকোর একদিকে বাঁশ বেঁধে ধরার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি স্থানীয় বাসিন্দাদের টাকায় তৈরি করা হয়েছে বলে জানা গেছে। দুই প্রান্তে বাঁশ পুঁতে সাঁকোটি আটকে রাখা হয়েছে। স্থানীয়রা এতে পারাপার হচ্ছেন। বিপরীত দিক থেকে আসা লোকজনকে দাঁড়িয়ে থেকে জায়গা দিতে হয়।
গোদারিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া বলেন, 'নির্বাচনের আগে আমাদের প্রতিশ্রুতি দিয়ে যায় সেতু নির্মাণ করা হবে। কিন্তু নির্বাচনের পর আর কেউ আমাদের খোঁজখবর রাখেন না। আমরা অনেক দিন ধরে বালচ নদীর ওপর একটি সেতুর স্বপ্ন দেখছি; কিন্তু স্বপ্ন আজও বাস্তবে পরিণত হয়নি।'
শিক্ষার্থী এনামুল বলেন, বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে ভয় হয়।
কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদার বলেন, এই এলাকায় একটি সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি ইউনিয়ন নদীটি দ্বারা বিভক্ত। শিক্ষা, স্বাস্থ্যসহ পারস্পরিক যোগাযোগের জন্য এখানে সেতু নির্মাণ অপরিহার্য। দুটি ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। বয়স্কদের পাশাপাশি শিশু, শিক্ষার্থী ও নারীরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন পারাপারে। বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছেন সেতু নির্মাণের ব্যাপারে।
দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, বালচ নদীতে সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন। এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সাঁকো