শ্রীনগরে বৃদ্ধকে সড়কের পাশে ফেলে গেলেন স্বজনরা

উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয় - সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:১৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:২০
মুন্সীগঞ্জের শ্রীনগরের কোলাপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালিসিস) এক বৃদ্ধকে ফেলে যান তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দায়িত্ব নেন শ্রীনগর থানার ওসি।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের নাম আব্দুল কাদের (৬৫)। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ২টার দিকে কোলাপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে বৃদ্ধ কাদেরকে একটি রেক্সিনের ওপর বালিশ দিয়ে শুইয়ে রেখে যায় তার স্বজনরা। এ সময় কাদেরের পাশে একটি বস্তায় করে তার পরনের কাপড় রেখে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রীনগর থানার ওসি। তিনি কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যান।
পুরো শরীর অকেজো হয়ে যাওয়া কাদের সমকালকে বলেন, ‘আমার ভাই পলাশ এখানে ফেলে রেখে গেছে। আমার ১ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। ছেলে-মেয়েরা কোনো খোঁজ নেয় না। প্যারালাইসিস হয়ে যাওয়ার পর থেকেই পরিবারের লোকজন আমার ওপর বিরক্ত।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কাদেরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা কেউ চিকিৎসার দায়িত্ব নিতে না চাওয়ায় আমি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি।’