ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রায়পুরায় শিখন কেন্দ্র উদ্বোধন করলেন ব্রিটিশ হাইকমিশনার

রায়পুরায় শিখন কেন্দ্র উদ্বোধন করলেন ব্রিটিশ হাইকমিশনার

স্কুল পরিদর্শন করছেন বাংলাদেশে নিযুক্ত ব্র্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২১

নরসিংদীর রায়পুরা উপজেলায় শিশুদের জন্য ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) পরিচালিত 'শিখন কেন্দ্র' উদ্বোধন করেছেন বাংলাদেশে ব্র্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বুধবার দুপুরে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের রাজনগর গ্রামে অবস্থিত শিশুদের শিক্ষালয়টি উদ্বোধন করেন তিনি।

এই শিখন কেন্দ্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের পাঠদান করা হয়। কেন্দ্রটিতে দুই শিফটে ৩০ জন করে ৬০ শিক্ষার্থী পড়তে পারবে। ব্রিটিশ হাইকমিশনার কেন্দ্র উদ্বোধন শেষে শিক্ষার্থীদের বই উপহার দেন এবং তাদের খোঁজখবর নেন।

ব্রিটিশ হাইকমিশনারের সফরসঙ্গী ছিলেন এডুকেশন অ্যাডভাইজার অ্যান্ড ডেপুটি টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া ও প্রোগ্রাম ম্যানেজার মাহবুব ভূঁইয়া।

এ সময় ইউনিসেফের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট, বাংলাদেশ কান্ট্রি অফিস চিফ অব অ্যাডুকেশন দীপা শংকর, চিফ অব ময়মনসিংহ (ফিল্ড অফিস) ওমর ফারুক, এডুকেশন অফিসার (ময়মনসিংহ ফিল্ড অফিস) আমান উল্লাহ, এডুকেশন স্পেশালিস্ট শামীমা সিদ্দিকী, এডুকেশন কর্মকর্তা তানিয়া লাইজু সুমী।

সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।


আরও পড়ুন

×