কক্সবাজারে শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৪০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২৬
কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে এক শিশুকে সুপারী গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম। গ্রেপ্তার মো. আলম (৩০) পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার আব্দুস সালাম প্রকাশ টুইল্যার ছেলে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মো. সাজ্জাদকে (১৩) সুপারি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে জনসম্মুখে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ঈদগাঁও মেডিকেলে সে মারা যায়।
নিহত সাজ্জাদের বাবা নুরুল হুদা এজাহারে উল্লেখ করেন, তার ছেলে সাজ্জাদ ও আবুল কাশেমের ছেলে নুরুল আজিম কালু পরস্পর বন্ধু। ২৩ সেপ্টেম্বর বিকেলে খেলতে গিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় আবদুস সালাম নামে একজন আমার ছেলেকে মারার জন্য খুঁজতে থাকলে আমি ছেলের হয়ে ক্ষমা চাই।
এরপরও কালুর সহযোগী মোহাম্মদ আলমের লোকরা গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সাজ্জাদকে স্থানীয় একটি চায়ের দকানের সামনে থেকে টানাটানি করে পাশ্ববর্তী পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামে নিয়ে যায়।
সেখানে সুপারি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেধড়ক পিটায়। এতে অজ্ঞান হয়ে গেলে সাজ্জাদ মারা গেছে ভেবে তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সাজ্জাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাড়ীতে এনে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ২৫ সেপ্টেম্বর রাতে তাকে ঈদগাঁও মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, হত্যার অভিযোগে সাজ্জাদের বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, আব্দুস সালাম প্রকাশ টুইল্যার ছেলে মো. আলম (৩০), মৃত ছাবের আহমদের ছেলে আব্দুস সালাম প্রকাশ টুইল্যা (৫৫), আব্দুস সালামের স্ত্রী মিনুয়ারা বেগম (৪০) ও তাদের অপর ছেলে নুরুল আজিম কালু (১৫)। রাতেই পূর্ব ইছাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আলমকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- মামলা
- গ্রেপ্তার
- চট্টগ্রাম
- কক্সবাজার