অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজনগরে ১২ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ১১:৪২ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ১১:৪২
প্রভাবশালীদের দখলে থাকা প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৬৪ শতক সরকারি জমি উদ্ধার করেছে সড়ক ও জনপথ বিভাগ। মৌলভীবাজারের রাজনগরে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ৮০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করে এসব জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করে।
জানা যায়, মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রেখেছিল। একইসঙ্গে এ জমিতে পাকা-সেমিপাকা ও টিনের ঘর নির্মাণ করে দখলদারিত্ব পাকাপোক্ত করে মহলটি। সড়ক ও জনপথ ওই বাজারে অভিযান চালিয়ে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা এমন ৮০টি স্থাপনা উচ্ছেদ করে।
রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার জানান অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সওজ'র ৬৩.০৯ ও খাস খতিয়ানের ১.০৩ শতক জমি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী যার মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদের আগে নোটিশ ও মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। এতে তারা কর্ণপাত না করায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সার্ভেয়ারের মাধ্যমে সরকারি জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।