ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিয়েবাড়িতে যাওয়ার পথে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩

বিয়েবাড়িতে যাওয়ার পথে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ০৯:২২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০৯:২২

কলমাকান্দায় বান্ধবীর বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২৫)। এ ঘটনায় ওই তরুণী চার জনের নাম উল্লেখসহ মোট আট জনকে আসামি করে মামলা করেছেন। মামলার তিন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

গ্রেপ্তার তিন জন হলেন- আপেল মিয়া (৩০), রনি মিয়া (৩০) ও হানিফ মিয়া (৩০)। তারা কলমাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের বাসিন্দা। আরেক আসামি চান মিয়া (৪০) পলাতক। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বান্ধবীর ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে নৈশবাসে পাবই মোড়ে নামেন ওই তরুণী। সালেঙ্গা গ্রামে বান্ধবীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপেল ও চান মিয়াকে অনুরোধ করেন তিনি। তারা রাত ২টার দিকে বান্ধবীর বাড়িতে না নিয়ে ওই তরুণীকে আপেল মিয়ার বসতঘরে নিয়ে যায়। সেখানে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে নেত্রকোনা সদর হাসপাতালে। পরে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।

আরও পড়ুন

×