ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আবৃত্তিকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে: সেলিনা হোসেন

আবৃত্তিকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে: সেলিনা হোসেন

কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২ | ১০:৪০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ | ১০:৪০

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, আবৃত্তিকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তৃণমূলে আবৃত্তি ছড়িয়ে দিয়েই মৌলবাদ ঠেকাতে হবে। আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্ভূত করতে হবে। বোধন বহু বছর ধরে এ জায়গাটিতে সংগ্রাম করে যাচ্ছেন। 

শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোধন আবৃত্তি সংগঠনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রণব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাষাবিদ ড. মাহবুবুল হক, অর্থ মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব কবি মানজারুল মান্নান, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে জাতীয় সংগীত ও দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধনের আবৃত্তি শিল্পীরা। 

আরও পড়ুন

×