ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে দু'দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু মঙ্গলবার

চট্টগ্রামে দু'দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু মঙ্গলবার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:৫৬ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:৫৬

চট্টগ্রামে মঙ্গলবার থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে দু'দিনব্যাপী নিউরো স্পাইন সোসাইটির জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন। এতে দেশ-বিদেশের বিখ্যাত নিউরো সার্জারি ও স্পাইন চিকিৎসক, গবেষক, শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার মানুষ অংশ নেবেন। সোমবার নগরের র‌্যাডিসন ব্লুতে নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশও এখন মেরুদণ্ডের শতভাগ চিকিৎসাসেবা দিতে সক্ষম।
 

মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থী ও চিকিৎসকদের নিয়ে স্পাইন রোগসংক্রান্ত সেমিনারসহ অভিজ্ঞতা বিনিময় করবেন দেশের প্রখ্যাত চিকিৎসকরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল র‌্যাডিসন ব্লুতে দ্বিতীয় পর্বে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। দ্বিতীয় দিন বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল র‌্যাডিসন ব্লুতে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের চিকিৎসকরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী, এভারকেয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আনিসুল ইসলাম খান, চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সানাউল্লাহ শামীম, ডা. সাইফুল আলম, ডা. মাহফুজুল কাদের, নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সিরাজুম মনির ওহি, মাজেদ সুলতান, সহকারী রেজিস্ট্রার ডা. জয়দেব কুমার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ইসমে আজম জিকু প্রমুখ।

আরও পড়ুন

×