এসিসিএল ও সুহৃদ সমাবেশের উদ্যোগ
কম্বল পেয়ে খুশি ঈশ্বরদীর হাজার শীতার্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:৪৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:৪৫
আজ মঙ্গলবার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষদের শীতবস্ত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এসিসিএলের পরিচালক শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু। প্রধান বক্তা ছিলেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর. কে. বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন, পাকশী বিপিএড কলেজের অধ্যক্ষ আখতার আনজাম হোসেন ডন, সমাজসেবক শামছুল হক, যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলন, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল প্রমুখ।