কনটেইনারে করে মালয়েশিয়া চলে যাওয়া সেই কিশোর
‘খেলার ছলেই ঢুকেছিলাম কনটেইনারে’

মালয়েশিয়ার কেলাং বন্দর। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৯
গায়ে গরম জামা। পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট। কনটেইনার থেকে এভাবেই বের হলো চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় চলে যাওয়া সেই কিশোর। দেশটির কেলাং বন্দরে কনটেইনার থেকে তাকে উদ্ধার করার দুটি ভিডিও চিত্রে এমনটিই দেখা যায়।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম ‘ওহ বুলান’ শুক্রবার এই ভিডিও চিত্র দুটি প্রকাশ করে। উদ্ধার হওয়ার পর তার সঙ্গে কথা বলে পুলিশ। এ সময় ক্লান্ত থাকলেও স্বাভাবিকভাবেই কথা বলছিল কিশোরটি। ভিডিওটিতে তার নাম ফাহিম বলে শোনা যাচ্ছিল।
পুলিশের কাছে সে বলে, ‘খেলার ছলেই ঢুকেছিলাম কনটেইনারে। হঠাৎ কেউ একজন তালা মেরে দেওয়াতে আটকা পড়েছি।’ তবে তার এ বক্তব্য খতিয়ে দেখছে মালয়েশিয়ান পুলিশ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে উদ্ধার হওয়া কিশোরটি।
চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনারে ওই কিশোর মালয়েশিয়া চলে যায়। জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে যাওয়ার পর ১৬ জানুয়ারি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই অবহিত করা হয় কেলাং বন্দরকে। তারা খবর দেয় পুলিশকে। পরদিন ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ ও বন্দরকর্মীদের উপস্থিতিতে ২০ ফুট লম্বা কনটেইনারটি খোলার পর সেখান থেকে ওই কিশোরকে বেরিয়ে আসতে দেখা যায়।
যে জাহাজের কনটেইনারে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে সেটি হলো হংকংভিত্তিক ‘এমভি ইন্টেগ্রা’। জাহাজটির স্থানীয় প্রতিনিধি চট্টগ্রামের কনটিনেন্টাল ট্রেডার্স বিডি লিমিটেড। ঘটনার পর প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সল বলেন, উদ্ধারের পর ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সে হাসপাতালে আছে। কোন পয়েন্ট থেকে সে কনটেইনারে উঠেছে তা এখনো জানা যায়নি।
- বিষয় :
- কনটেইনার
- কেলাং বন্দর
- মালয়েশিয়া