দুর্নীতির দায়ে চেয়ারম্যান বহিষ্কার, এলাকায় মিষ্টি বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৫:০৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৫:০৩
এর আগে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাঁকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ইউএনও ইমরান হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে গত রোববার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ইউপির সদস্যরা। তদন্তে অভিযোগ প্রমাণ হয়েছে। তারই আলোকে চেয়ারম্যানকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। বহিষ্কার হওয়া চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ২০২১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।জানা যায়, ২০২১-২২ অর্থবছরের অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির ৮২ শ্রমিকের অনুকূলে ২৬ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান ওয়াহিদুর রহমান প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে নামে-বেনামে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করেছেন। একই অর্থবছরের টিআর, কাবিখা, কাবিটা বরাদ্দের দুই কিস্তির ১০ লাখ টাকার নামমাত্র প্রকল্পে ব্যয় দেখিয়েছেন। কোনো ধরনের সভা ছাড়াই অবৈধ সুবিধা নিতে এডিপি খাতের ১০ লাখ টাকা বরাদ্দের প্রকল্প তালিকা দাখিল করেন চেয়ারম্যান।
এ ছাড়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবদ আদায় করা দুই লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন তিনি। এসব ঘটনায় ১২ ইউপি সদস্যের মধ্যে ১০ জন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দেন।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে ওয়াহিদুর রহমান বলেছেন, আমি কোনো দুর্নীতি করিনি। এ নিয়ে আদালতে শরণাপন্ন হবো। তখন আমি গণমাধ্যমকে বক্তব্য দেব।