ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পরিত্যক্ত কোল্ডস্টোরেজে পড়ে ছিল তরুণীর মরদেহ

পরিত্যক্ত কোল্ডস্টোরেজে পড়ে ছিল তরুণীর মরদেহ

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩৮ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩৯

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকার একটি পরিত্যক্ত কোল্ডস্টোরেজের ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা দু-তিন দিন আগে তরুণীকে খুন করে সেখানে ফেলে রেখে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ২৪ ঘণ্টায় কোনো আসামিকে আটক করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টাসহ হত্যার মূল রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে গিয়ে নিহতের মা মনি বেগম ও বড় বোন রোকেয়া বেগম তার পরিচয় শনাক্ত করেন। রাতেই নিহত মাহিনুর বেগমের বড় ভাই মো. তামিম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মাহিনুরের মা মনি বেগম বলেন, লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর একটি চকলেট কারখানায় চাকরি করতেন মাহিনুর। সোমবার সকালে বাড়ি থেকে চাকরির তিন মাসের বকেয়া বেতন আনতে কারখানাতে যান মাহিনুর। আর ফিরে আসেননি।

বিষয়টির সত্যতা স্বীকার করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, পুলিশ এ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। তবে এখনও কেউ আটক হয়নি।

আরও পড়ুন

×