ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:০৮

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সুমন শেখ (৩৮)। তার বাড়ি রাজবাড়ী সদরের বিনোদপুর নিউকলোনীতে।

মামলার বিবরনীতে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট রাতে ফরিদপুর শহরের চরকমলাপুরে ভাড়া বাড়িতে সুমন তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১৭ আগস্ট নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।


আরও পড়ুন

×