ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বেকারি কারখানার রান্নাঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

বেকারি কারখানার রান্নাঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:১০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:১০

কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারি কারখানার রান্নাঘর থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।  

বাচ্চু মোল্লা কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যান বলে জানিয়েছেন তার স্ত্রী সম্পা বেগম।

তিনি বলেন, ‘মাঝবাড়ি গ্রামের এক নারীর সঙ্গে আমার স্বামীর প্রেমের সম্পর্ক ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে স্বামী হত্যার বিচার চাই।’

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাচ্চু মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


আরও পড়ুন

×