ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফিল্মি স্টাইলে পুলিশের গাড়ি থেকে পালালেন যুবক!

ফিল্মি স্টাইলে পুলিশের গাড়ি থেকে পালালেন যুবক!

বেড়া মডেল থানা

পাবনা অফিস

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ | ১৬:৫৩

পাবনার বেড়া উপজেলায় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ ঝাঁপ দিয়ে ফিল্মি স্টাইলে পালিয়ে গেছেন চুরির অভিযোগের মামলায় আটক এক আসামি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ওই যুবক পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ। 

অভিযুক্ত আসামি সানোয়ার হোসেন (২২) বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা বাজারের পাশে মুজিব বাঁধ এলাকার আয়ুব আলীর ছেলে। সানোয়ার একাধিক মাদক মামলার আসামি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নতুন ভারেঙ্গা বাজারের পাশে একটি খামার থেকে নলকুপের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে সানোয়ার ও তার সহযোগী শান্ত হোসেন (২০) জনতার হাতে ধরা পড়েন। লোকজন সানোয়ার ও তার সহযোগী শান্তকে আটক করে বেড়া মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে। স্থানীয় কিছু লোক অনুরোধ করে শান্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। এ সময় পুলিশ সানোয়ারকে ভ্যানে ওঠায়। পরে গাড়ি থেকে ওই যুবক কৌশলে পালিয়ে যান।

এসব তথ্য নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, পালিয়ে যাওয়া যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×