ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

তাড়াশে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

তাড়াশে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০৬:২৮

সিরাজগঞ্জের তাড়াশে বালিভর্তি ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন (৩০) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। 

রোববার সকালে উপজেলা সলঙ্গা-আঞ্চলিক সড়কের জাহাঙ্গীরগাতীঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের চাচা আব্দুল করিম জানান, সকালে জসিম ভ্যান নিয়ে কাজের সন্ধানে বের হন। এ সময় জাহাঙ্গীরগাতীঁ নামক স্থানে পৌঁছালে একই উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চেনেশ্বর গ্রামের আয়নাল হোসেনের বালিভর্তি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক জসিম মারা যান। পরে স্থানীয়রা তাৎক্ষণিক ঘাতক ট্রাকচালককে আটক করে। পরে স্থানীয়ভাবে সালিশ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×