ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হৃদরোগ নিয়ে বৈজ্ঞানিক সম্মেলন শুরু শুক্রবার

হৃদরোগ নিয়ে বৈজ্ঞানিক সম্মেলন শুরু শুক্রবার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৩:৩৪ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৩:৩৪

চট্টগ্রামে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স শুরু হচ্ছে শুক্রবার। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুর মোহনা হলে এই সম্মেলনের পর্দা উঠবে।

হৃদরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক এই বৈজ্ঞানিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, নেপালসহ দেশ-বিদেশের পাঁচ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ৭০০ জন অংশ নেবেন।

সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞরা নিজেদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময় করবেন। বৃহৎ এই আয়োজন চট্টগ্রাম তথা দেশের হৃদরোগের চিকিৎসা, গবেষণা ও প্রতিরোধে বড় ভূমিকা রাখবে বলে মত আয়োজকদের।

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে চট্টগ্রামের হৃদরোগের বাস্তবতা-বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বৈজ্ঞানিক সম্মেলনের আহ্বায়ক ও বাংলাদেশ হাইপারটেনশন এবং হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

বাংলাদেশ হাইপারটেনশন এবং হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন শাহীনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ও চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির সভাপতি আশিস দে, সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল, ডা. রেজোয়ান রেহান, বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন

×