ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পাঁচ দিন পর মামলা

স্বামীকে গাছে বেঁধে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্বামীকে গাছে বেঁধে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৫:৩৯ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১৫:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছে বেঁধে নববধূকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার মুছাপুর ইউনিয়নের রেগুলেটর এলাকায় এ ঘটনা ঘটে। পাঁচ দিন পর রোববার তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। 

আসামিরা হলো মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট এলাকার জাহাঙ্গীর (৩৫), রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন মিস্টার (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে মোটরসাইকেলে মুছাপুরের রেগুলেটর এলাকায় ঘুরতে যান নবদম্পতি। তারা স্লুইস গেট এলাকার পূর্ব দিকে বন বিভাগের বাগানের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি ও লাঠি নিয়ে তাদের ভয়ভীতি দেখায়। এরপর বাগানের ভেতরে নিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে নববধূকে ধর্ষণ করে তারা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×