ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, উচ্ছ্বসিত পদপ্রত্যাশীরা

ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, উচ্ছ্বসিত পদপ্রত্যাশীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি-সংগৃহীত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ২৩:০২ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ০৮:০৮

সেশনজট না থাকলে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে সাধারণত ৫ বছর লাগে। নেতৃত্বে আসতে না পারলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির জন্য ব্যয় করা সময়টুকুই যেন বিফলে যায়। এমন ক্ষোভের অবসান ঘটল অবশেষে। দীর্ঘ ৬ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন পদপ্রত্যাশীরা।

জানা গেছে, ২০১৭ সালের ৭ মে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি করা হয়। এর ৫ বছর পর ২০২২ সালের ৬ জুলাই ৩০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৬ বছর পর গত মঙ্গলবার এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ উল্লেখ করে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

পদপ্রত্যাশী কয়েকজনের ভাষ্য, কোনো সেশনজট না থাকলে পাঁচ বছরেই শেষ হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব। এই সময়ের মধ্যে নেতৃত্বে আসতে না পারলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির জন্য ব্যয় করা সময়টুকুই যেন বিফলে যায়। এ বিষয়টি হয়তো মাথায় থাকে না কেন্দ্রীয় নেতাদের। থাকলে বলিষ্ঠ নেতৃত্বের অধিকারীদের বঞ্চিত না করে সুযোগ দেওয়া হতো।

পদপ্রত্যাশী কবির আহমেদ সাকিব বলেন, ‘আমি নেতৃত্ব না পেলেও যে-ই আসুক সংগঠনকে শক্তিশালী করতে সার্বিক সহযোগিতা করতে মানসিকভাবে প্রস্তুত আছি।’

সদ্য সাবেক সহসভাপতি রিয়েল সরকারের প্রত্যাশা, দক্ষ ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করবেন কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

×