ফ্রিল্যান্সিংয়ে স্বপ্ন ছোঁয়া

সরকারি ও বেসরকারিভাবে পরিচালিত ডিজিটাল মার্কেটিং বিষয়ের প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রিল্যান্সার আলভী টিটু -সমকাল
সৈয়দ আশফাক তানভীর, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৮:০০
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের উদ্যমী তরুণ আলভী টিটু। চাকরির পেছনে না ঘুরে বেছে নিয়েছেন ফ্রিল্যান্সিং। ডিজিটাল প্রযুক্তির একজন সফল তরুণ উদ্যোক্তা তিনি। কৃতিত্বের সঙ্গে এ পেশায় নিজের অবস্থান দৃঢ় করার পাশপাশি বর্তমানে নিজের হাতে গড়ে তুলছেন এমন আরও স্বপ্নবাজ ফ্রিল্যান্সারকে।
ছোটবেলা থেকেই আলভী টিটুর কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল বেশি। পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন এ যুবক। কিন্তু বর্তমানে চাকরির বাজার খারাপ থাকায় ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকে পড়েন তিনি। আর তাতেই ধরা দিতে শুরু করে স্বপ্নিল সাফল্য। ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ নিয়ে শুরু করেন ফ্রিল্যান্সিং।প্রতিযোগিতামূলক ডিজিটাল ও অনলাইনের বাজারে ধৈর্য নিয়ে কাজ করতে থাকেন টিটু। সময়ের সঙ্গে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রতিমাসে বাড়তে থাকে তাঁর আয়। বর্তমানে প্রতি মাসে ১ থেকে ২ লাখ টাকা আয় করছেন তিনি। গ্রামের স্বল্প আয়ের পরিবারে বেড়ে ওঠা তরুণদের ফ্রিল্যান্সিং পেশায় দক্ষ করে তুলে বেকার সমস্যা সমাধানের পথ দেখাতে তাঁর আগ্রহের কমতি নেই। নিজে আয় করার পাশাপাশি এখন তরুণদের বেকারত্ব দূর করার স্বপ্ন দেখাচ্ছেন আলভী টিটু।
দেশের চাকরির বাজারে ঘুরে হতাশ না হয়ে বেকারদের ফ্রিল্যান্সিং করে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি। বর্তমানে অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রতি ব্যাচে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন তাঁর কাছে। এখন ১৩তম ব্যাচের অনলাইন প্রশিক্ষণ চলছে। এ ছাড়া সরকারিভাবে জাইকার অর্থায়নে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার কয়েক শতাধিক শিক্ষার্থীকে প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়।
টিটুর কাছে প্রশিক্ষণপ্রাপ্ত মিকন খান জানান, অনলাইনে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে উপার্জন করছেন– এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর তিনি টিটুর সঙ্গে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়েছেন। এখন প্রতি মাসে গড়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন।
আলভী টিটু জানান, ফ্রিল্যান্সিংয়ে ধৈর্য নিয়ে কাজ করতে হয়। গ্রামের শিক্ষিত তরুণরা ইন্টারনেট এবং ট্রেনিং ইনস্টিটিউটের সুবিধা কম থাকায় বঞ্চিত।
- বিষয় :
- ফ্রিল্যান্সিং
- ডিজিটাল প্রযুক্তি