ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে তাজিয়া মিছিল

ফরিদপুরে তাজিয়া মিছিল

ফরিদপুরে তাজিয়া মিছিল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ | ২১:১৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ | ২১:১৯

ফরিদপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর গ্রামে মালেক ফকিরের বাড়ি থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে মালেক ফকিরের বাড়িতে গান ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

কাদেরিয়া গ্রুপের প্রধান মালিক ফকির বলেন, আশুরা উপলক্ষে একটি তাজিয়া মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আমার বাড়িতে এসে শেষ হয়। 

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কাশেদ, ইমরান শেখ, রশিদ প্রামাণিক, আনোয়ার হোসেন, দল বয়াতি মো. গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×