ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘরে পড়ে ছিল মেয়ের লাশ, আড়ায় ঝুলছিল মা

ঘরে পড়ে ছিল মেয়ের লাশ, আড়ায় ঝুলছিল মা

প্রতীকী ছবি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ১৬:১৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টিনের ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আড়ায় ঝুলছিল সাথী বাড়ৈ (২৪) নামের এক গৃহবধূ। পাশে পড়ে ছিল ৬ মাসের মেয়ের মরদেহ। রোববার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

গৃহবধূ সাথী বাড়ৈ উপজেলার পিড়ারবাড়ি গ্রামের রসময় বাড়ৈর স্ত্রী ও রামনগর গ্রামের রনজিৎ বল্লভের মেয়ে। 

ছয় বছর আগে সাথী বাড়ৈর সঙ্গে পিড়ারবাড়ি গ্রামের দিনমজুর রসময় বাড়ৈর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর এই দম্পতির একটি মেয়ে হয়। এর কিছুদিন পর ওই গৃহবধূ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি বাবার বাড়িতে চলে যান। ছয় মাস আগে তিনি বাবার বাড়িতে দ্বিতীয় মেয়ে প্রসব করেন। আজ দুপুরে বাবার বাড়ির লোকজন রামনগর বিলে পাট তুলতে যান। তারা বাড়ি ফিরে ঘরের আড়ায় সাথী বাড়ৈকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আর ঘরে পড়ে ছিল অনুশকা বাড়ৈ নামের তার ৬ মাসের মেয়ের লাশ। 

ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আরও পড়ুন

×