মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার বিজিবি, গুলিতে রোহিঙ্গা নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৯:৫৯
কক্সবাজারের টেকনাফের লেদা বাজার এলাকায় মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মাদক কারবারিরা গুলি ছুড়লে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় মোহাম্মদ রফিক (৩০) নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে নিহত ও আহত হন উভয় পক্ষের অন্তত ১২ জন।
তবে বিজিবি একজন নিহতের কথা স্বীকার করেনি। তারা বলছে, মাদক কারবারিদের গুলিতে বিজিবির সাত সদস্য এবং কয়েকজন ব্যক্তি হতাহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বিজিবির লেদা বিওপির একটি টহল দল বুধবার ২০ হাজার পিস ইয়াবাসহ জাফর আলম নামে এক ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে জাফরের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন বিজিবির কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে হামলাকারীরা বিজিবি সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালান। এ সময় পথচারী মোহাম্মদ রফিক নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ছাড়া উভয় পক্ষের ১২ জন আহত হন। আহত স্থানীয়রা লেদার আইএমও হাসপাতালে এবং বিজিবি সদস্যদের ব্যাটালিয়নের অধীনে চিকিৎসা দেওয়া হয়।
লেদা ইউপির সদস্য নুরুল হুদা জানান, নিহত রোহিঙ্গা যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সংঘর্ষের ঘটনায় স্থানীয় আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয়রা ভয়ভীতির মধ্য রয়েছেন।
এদিকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, টহল দল ইয়াবাসহ আটক জাফরকে নিয়ে লেদা বাজার অতিক্রমের সময় তার আত্মীয়স্বজন মাইকিং করে লোকজন জড়ো করে রাস্তা অবরোধ করে।
এ সময় জাফরের ভগ্নিপতি ডাকাত হারুন ও তার দল বিজিবি এবং স্থানীয় লোকজনের ওপর গুলিবর্ষণ করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বিজিবি সদস্যরাও আত্মরক্ষা এবং স্থানীয় লোকজনের জানমাল রক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে আলমকে বিওপিতে নিয়ে আসে। ডাকাতদের গুলিতে ৭ বিজিবি সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় কয়েকজন ব্যক্তিও হতাহত হয়েছেন বলে জানা গেছে। আটক জাফরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- বিজিবি
- সংঘর্ষ
- রোহিঙ্গা নিহত
- মাদক উদ্ধার
- চট্টগ্রাম