ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় শাশুড়ির মৃত্যুদণ্ড

গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় শাশুড়ির মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৪:৫৩

কিশোরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় শাশুড়িকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ২ জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারুল আক্তার (৫০) করিমগঞ্জের দক্ষিণ উলুখলা গ্রামের আনোয়ারুল হকের স্ত্রী। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এমএ আফজাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, ২ লাখ টাকা যৌতুকের জন্য স্বামীসহ পরিবারের অন্যরা গৃহবধূ পাপিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। বিয়ের প্রায় দুই বছর পর তাকে মারধর করে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি মীমাংসার জন্য পাপিয়াকে ২০১৫ সালের ২ মে শ্বশুর বাড়িতে ফেরত পাঠানো হয়। ওই দিনই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শাশুড়ি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ মে তিনি মারা যান। এ ঘটনায় পাপিয়ার বড়ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী ও শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল হক ২০১৫ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে মামলা চলাকালে একজন মারা যান।

আরও পড়ুন

×