ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোটালীপাড়ায় ব্রেস্ট ফিডিং কর্নার ভেঙে ফেলার প্রতিবাদ

কোটালীপাড়ায় ব্রেস্ট ফিডিং কর্নার ভেঙে ফেলার প্রতিবাদ

কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের প্রতিবাদ সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ০৭:১১ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ০৭:১১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নির্মিত ব্রেস্ট ফিডিং কর্নার ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার।

আজ শনিবার সকালে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে এ প্রতিবাদ জানানো হয়।

পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সদস্য নাজমুল দাড়িয়া, অপু মুন্সী, শেখ সজিব বক্তব্য দেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি বলেন, গত বছর আন্তর্জাতিক নারী দিবসের দিনে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি ব্রেস্ট ফিডিং কর্নার নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি আমাদের না জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্ত ওই কর্নারটি ভেঙে ফেলেন। তাঁর এই নিন্দনীয় কাজের প্রতিবাদ স্বরুপ পাঠাগারের সামনে একটি অস্থায়ী ‘নিন্দাস্তম্ভ’ নির্মাণ করেছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলা হয়েছে। সে জন্য রাগান্বিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্নারটি ভেঙে ফেলেছেন। আমরা তাঁর (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) অপসারণ দাবি করছি। তিনি যতদিন ব্রেস্ট ফিডিং কর্নার পুনরায় নির্মাণ করে না দেবেন ততদিন আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  নন্দা সেন গুপ্তের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। 

আরও পড়ুন

×