ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দীঘিনালায় আগুনে পুড়ল ১২ দোকান

দীঘিনালায় আগুনে পুড়ল ১২ দোকান

দীঘিনালা বাসস্ট্যান্ডে দোকানে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৪:২১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৪:২১

খাগড়াছড়ির দীঘিনালা বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ১২টি দোকানের মালামাল। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আগুন লাগে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকার মসজিদ লেনের একটি খাবারের হোটেলে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। কাঁচা দোকান হওয়ায় দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে ১৬ মে দীঘিনালা বাসস্ট্যান্ডের অন্য লেনে আগুনে পুড়ে যায় ৬০ দোকান।

আরও পড়ুন

×