ফরিদপুর জেলা মহিলা আ.লীগের স্মরণ সভা
‘আওয়ামী লীগের প্রত্যেক কর্মীর মাঝে বঙ্গবন্ধু বেঁচে আছেন’

ফরিদপুর অফিস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১৪:৫৪
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়ার সঞ্চালনায় এবং সহ-সভাপতি ও ফরিদপুর সদরের চাঁদপুর ইউপি চেয়ারম্যান শামছুন নাহার মুহিতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইভী মাসুদ, সহ-সভাপতি বিলকিস বানু, আঞ্জুম আরা বেগম, খুশি খন্দকার, অ্যাডভোকেট সুচিত্রা সিকদার, জেসমিন ফেরদৌসী শিখা, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীনা আক্তার, মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রাবেয়া বৃষ্টি।
সভায় বক্তারা বলেন, জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা হত্যা করলেও বাঙালির মন থেকে তাকে হত্যা করতে পারেনি। তিনি আমাদের মাঝেই বসবাস করেন। আওয়ামী লীগের প্রতিটা কর্মীর মাঝে তিনি বেঁচে আছেন।
তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার দেখা স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে গিয়েও বার বার হত্যাচেষ্টার শিকার হয়েছেন। ২০০৪ সালে বিএনপি সরকার গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। সেদিন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রাণ হারান। আমরা সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি।
এ সময় সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন সংগঠনের প্রচার সম্পাদক গুলশান আরা।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাথী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস বানু, চায়না বেগম, আফরোজা বেগম, সাংগঠনিক সম্পাদক ফারজানা লাবনী, সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান রত্না, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনা আক্তার, দপ্তর সম্পাদক মাহবুবা তামান্না চুমকি, ধর্ম বিষয়ক সম্পাদক নাছিমা হক, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ফারহা দিবা, কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক সুফিয়া বেগম, সদস্য শাহানাজ আক্তার, সম্পা চক্রবর্তীসহ মহিলা আওয়ামী লীগের আরও অনেক নেতৃবৃন্দ।