ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মন্ত্রীর ছেলের সঙ্গে দেখা না করায় বিদ্যুৎ অফিস ভাঙচুর

মন্ত্রীর ছেলের সঙ্গে দেখা না করায় বিদ্যুৎ অফিস ভাঙচুর

নেসকো অফিসের আলমারি ও ডিজিটাল হাজিরা মেশিন ভাঙচুর করা হয়েছে। ছবি: সমকাল

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১৫:০৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১৫:০৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎ অফিসের (নেসকো) এক কর্মকর্তা সমাজকল্যাণমন্ত্রীর ছেলের সঙ্গে দেখা না করায় প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে এ কাণ্ড ঘটায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, মন্ত্রী নূরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ উপজেলা নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী রবি চন্দ্র দাসকে তাঁর বাসায় ডেকে পাঠান। তিনি মন্ত্রীপুত্রের বাসায় না যাওয়ায় বিদ্যুৎ অফিসে হামলা হয়েছে বলে অভিযোগ করেন রবি চন্দ্র। হামলাকারীরা এ সময় তাঁকে জামায়াত-শিবিরের লোক বলে হত্যার হুমকি দেয়। মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ও তুষভান্ডার ইউনিয়নের ইউপি সদস্য নূরুন্নবীর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দুপুরে নেসকো অফিসে রবি চন্দ্রের রুমে প্রবেশ করে জানতে চান, মন্ত্রীপুত্র ডাকার পরও তিনি কেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাননি। এত সাহস তিনি কোথায় পেলেন? এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন তারা। ২০ মিনিটের মধ্যে মন্ত্রীপুত্রের কাছে ক্ষমা চেয়ে আসতে বলেন তারা। এক পর্যায়ে তারা অফিসের আলমারি ও ডিজিটাল হাজিরা মেশিন ভাঙচুর করে। উপসহকারী প্রকৌশলী ও কর্মচারীদের ওপর হামলা করে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত শরিফুল দাবি করেন, তিনি এ ঘটনায় জড়িত নন।

ভুক্তভোগী রবি চন্দ্র দাস বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তাঁর অফিসের পিচরেট মিটার পাঠক জানান, মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান সন্ধ্যার পর তাঁকে একটি ক্লাবে দেখা করতে বলেছেন। শ্বশুর-শাশুড়ি অসুস্থ হওয়ায় তিনি দেখা করতে পারেননি। গত সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজীব ফোন করে তাঁকে ওই ক্লাবে মন্ত্রীপুত্রের সঙ্গে দেখা করতে বলেন। অফিসিয়াল কাজে ব্যস্ততার কারণে তিনি দেখা করতে পারেননি। তিনি বলেন, এটা অফিস শিষ্টাচারের মধ্যে পড়ে না যে, মন্ত্রীর ছেলে ডাকলে আমাকে যেতে হবে।

তিনি বলেন, হামলা ও হুমকি সত্ত্বেও ভয়ে তিনি থানায় যাননি। অভিযোগ দায়েরের পর সুস্থ শরীরে ঘরে ফেরা নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন। তবে তিনি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন।

মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান সমকালকে বলেন, ‘ওরা আমার নাম ব্যবহার করেছে। সামনে নির্বাচন, আমার  ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল উঠেপড়ে লেগেছে।’ তিনি এ ঘটনার বিচার করবেন বলে জানান। 


আরও পড়ুন

×