বিএনপির কর্মসূচিতে হামলা পদবঞ্চিতদের, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৫:৫৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৫:৫৯
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মসূচিতে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছেন পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা। তারা একটি মোটরসাইকেল ও মাইক ভাঙচুর করেন। এ সময় অন্তত পাঁচজন আহত হন।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বিকেল ৪টার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর বিএনপির মৌন মিছিল উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পেছনের রাস্তায় প্যারাডাইস ভবনের সামনে একশ থেকে দেড়শ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। প্রেস ক্লাবের উল্টো দিকে আমলাপাড়ার গলিতে আরেক অংশ অবস্থান নেয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে দু’পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। তিনি দৌড়ে প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন। মারধরে আহত হন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান। হামলাকারীরা মিছিলের মাইক ছাড়াও স্থানীয় হকার বিল্লাল হোসেনের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
মনির খান জানান, তিনি হাত-পা ও কোমরে আঘাত পেয়েছেন। ঘটনার জন্য মহানগর যুবদলের আহ্বায়ক পদবঞ্চিত মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীদের দায়ী করেন তিনি। মনির খানের দাবি, জোসেফ ক্ষমতাসীন দলের লোকজন নিয়ে হামলা চালিয়েছে।
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াৎ হোসেন। তবে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আওয়ামী লীগের এজেন্ট, দালালরা হামলা চালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালাতে পারে না।’
সদর থানার ওসি আনিচুর রহমান জানান, বিএনপির দু’পক্ষ পরস্পরের ওপর হামলা করে। এক পর্যায়ে যানবাহন ভাঙচুর শুরু করলে টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।
- বিষয় :
- বিএনপি
- দেশীয় অস্ত্র
- লাঠিসোটা
- হামলা
- পদবঞ্চিত
- আহত
- ঢাকা
- নারায়ণগঞ্জ