ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাড়ির পাশের গাছে ঝুলছিল যুবকের লাশ

বাড়ির পাশের গাছে ঝুলছিল যুবকের লাশ

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৩

নীলফামারীর সৈয়দপুরে বাড়ির পাশে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নাজমুল হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার কয়াগোলাহাট দক্ষিণপাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নাজমুল পেশায় একজন পিকআপচালক ছিলেন। তিনি এলাকার মোহাম্মদ বাবুলের ছেলে।

পুলিশ জানায়, গাছের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।

নাজমুলের চাচাতো ভাই জিয়ারুল হক জানান, ছয় মাস আগে নাজমুল প্রেম করে নেত্রকোনার এক মেয়েকে বিয়ে করেন। তার স্ত্রীর আগের ঘরে দু’বছরের মেয়ে আছে। তাকে তাদের সঙ্গে রাখতে প্রায় চাপ দিতেন স্ত্রী। এ নিয়ে তাদের মনোমালিন্য চলছিল। রোববার সকালেও তাদের ঝগড়া হয়। এ কারণে নাজমুল আত্মহত্যা করতে পারেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাজমুল আত্মহত্যা করেছেন কি-না, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×