কাপ্তাইয়ে পানি বেড়ে ডুবল ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদে পানির বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটিতে পর্যটকের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু - সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
কাপ্তাই হ্রদে পানি বেড়ে রাঙামাটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু ডুবে গেছে। রোববার সকালের দিকে সেতুর পাটাতনের ওপর পানি ওঠায় পর্যটন কর্তৃপক্ষ এটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়েছে। রোববার সকালের দিকে ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর প্রায় ছয় ইঞ্চি পানি ওঠে। ঝুঁকি এড়াতে সেতুর ওপর দিয়ে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সরেজমিন দেখা যায়, সেতুর সামনে সাময়িক বন্ধের নোটিশ টাঙিয়ে দুই পাড়ে লাল পতাকা দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে কিছু পর্যটককে নিষেধাজ্ঞা অমান্য করেই সেতু পার হতে দেখা গেছে।
সেতুতে উঠতে না পেরে হতাশ কয়েকজন পর্যটক জানান, রাঙামাটিতে পর্যটনের অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত সেতু। তবে প্রতিবছরই হ্রদের পানি বাড়লে এটি ডুবে যায়। এজন্য সেতুটি আরও উঁচুতে নির্মাণ করা প্রয়োজন। যেন বেড়াতে এসে কাউকে হতাশ হয়ে বাড়ি ফিরতে না হয়।
৭০ দশকের শেষের দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। এর পর ১৯৮৪ সালের দিকে পর্যটন করপোরেশন পর্যটনের জন্য দুই পাহাড়ের মাঝে আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি তৈরি করে।
রাঙামাটি সরকারি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, সেতুটি বন্ধ থাকলে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান হয়। সেতুটি আরও আধুনিক ও নান্দনিক করে নির্মাণের জন্য ইতোমধ্যে পর্যটন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
- বিষয় :
- কাপ্তাই
- কাপ্তাই হ্রদ